আত্মা দেহ মনের সুসমজঞ্জ্য বৃদ্ধির হচ্ছে শিক্ষা। মানুষকে শিক্ষিত হিসাবে আখ্যায়িত করতে হলে প্রতিটি মানুষের আত্মা দেহ মনের সুমামঞ্জস্য বৃদ্ধি হতে হবে। অথ্যাৎ হারমনিয়াস ডেভলপমেন্ট। মানুষের নৈতিক চরিত্র গঠনের অন্যতম বাহন হচ্ছে নৈতিক শিক্ষা। সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের অবশ্যই নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। নৈতিক শিক্ষা মানুষের জীবনকে প্রষ্পুটিত করে। দেশের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থায় মুলত সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হয়ে থাকে। বেগমপুর ইউনিয়নে ৯টি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। মাদ্রাসা গুলোতে সাধারণ শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা দেওয়া হচ্ছে। যা মানুষের চরিত্র গঠনের অন্যতম গুরুত্ব ভুমিকা রাখছে। অত্র ইউনিয়নের মাদ্রাসা গুলোর শিক্ষার গুণগত মান ভাল। এটি আরও তরাত্নিত করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে উন্নয়ন মুলক কাজের পাশাপাশি জাতীয় দিবস সহ অন্যান্য বিষয়ের জন্য আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। নিন্মে বেগমপুর ইউনিয়নের মাদ্রাসা গুলোর নাম দেওয়া হলো:
১। বোয়ালিয়া মাদ্রাসা
২। নেহালপুর নাজাতুল উম্মা কওমী মাদ্রাসা
৩। হিজলগাড়ী বহুমুখী কওমী মাদ্রাসা
৪। দোস্ত মাদ্রাসা
৫। রনগোইল মাদ্রাসা
৬। আকন্দবাড়ীয়া এফতেদায়ী মাদ্রাসা
৭। কোটালী কওমী মাদ্রাসা
৮। বেগমপুর দাখিল মাদ্রাসা
৯। ঝাজরী মাদ্রাসা
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)