সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করণের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দেওয়া সরকারের অঙ্গিকার। এরই অংশ হিসাবে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্যকে প্রাধান্য দিয়ে ইউনিয়ন পর্যায়ে দাতব্য চিকিৎসালয় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও স্যাটেলাইট ক্লিনিক স্থাপন করেছে। সরকার কর্তৃক স্থাপিত এ সকল স্বাস্থ্য কেন্দ্রে নিয়োজিত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হচ্ছে। সরকার কর্তৃক এবং বেসরকারী বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে প্রদত্ত ঔষধ সামগ্রী মানুষের মাঝে বিনামূল্যে প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমকে এগিয়ে নিতে আমাদের সকলকে আন্তরিক ভাবে সহায়তা করতে হবে। যার ফলে সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হবে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রতি বছর ইউনিয়নের স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোতে উন্নয়ন বরাদ্দ প্রদান করা হয়ে থাকে। যা দিয়ে এই স্বাস্থ্য সেবা কেন্দ্র গুলোর উন্নয়ন হয়। নিন্মে স্বাস্থ্য কর্মীর নামের তালিকা দেওয়া হলো।
মো: লিয়াকত আলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক,
মো: অহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা পরিদর্শক,
মো: রহিমা তাছমিন, স্বাস্থ্য সহকারী,
আফরিন আরা, পরিবার কল্যাণ পরিদর্শিকা
জিনাত রেহেনা এফডব্লিউএ
বকুল, মিল্টন, মামুন, ফিরোজা, আয়েশা, গুলশান আরা স্বাস্থ্য সহকারী।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)