বেগমপুর ইউনিয়নে ৩টি মাধ্যমিক বিদ্যালয় আছে। একটি হিজলগাড়ী। এই বিদ্যালয়ে বোয়ালিয়া নেহালপুর দোস্ত কুন্দিপুর কৃষ্ণপুর, রনগহিল, ডিহি, নলবিলা, হিজলগাড়ী এবং তিতুদহ ইউনিয়নের বলদিয়া, বড়শলুয়া, ছোট শলুয়া গ্রামের ছাত্র/ছাত্রীরা সাধারণত লেখা পড়া করে। এই বিদ্যালয়ে বর্তমানে প্রায় ১২০০ অধিক ছাত্র/ছাত্রী শিক্ষারত আছে। চুয়াডাঙ্গা জেলার একটি অন্যতম বড় বিদ্যালয় এই হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়টি । প্রতিবছর এই বিদ্যালয় হতে অনেক ছাত্র/ছাত্রী জেএসসি এবং এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে কৃত্বত্বের সাথে ভাল রেজাল্ট করে দৃষ্টান্ত উপস্থাপন করছে। জেলার মধ্যে এই বিদ্যালয়ের শিক্ষার মান অন্যতম।
বেগমপুর যদুপুর মাধ্যমিক বিদ্যালয়: বেগমপুর যদুপুর মাধ্যমিক বিদ্যালয়টি বেগমপুর গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়ে বেগমপুর, ঝাজরী, যদুপুর, হরিশপুর ও খুরশেদপুর গ্রামের ছাত্র/ছাত্রীরা লেখা পড়া করে থাকে। এই বিদ্যালয়ের লেখা পড়ার মান খুবই ভাল। বর্তমানে এই বিদ্যালয়ে ৮০০ জনের অধিক ছাত্র/ছাত্রী লেখা পড়া করছে।
কোটালী মাধ্যমিক বিদ্যালয়: কোটালী মাধ্যমিক বিদ্যালয়টি কোটালী গ্রামে অবস্থিত। এই বিদ্যালয়ে কোটালী, দর্শনা, হরিশপুর, উজলপুর, শোলমারী গ্রামের ছাত্র/ছাত্রীরা লেখাপড়া করে। বিদ্যালয়টির অবকাঠামোগত দিক খুব বেশী ভাল না হলেও লেখা পড়ার মান খুবই ভাল। এই বিদ্যালয়ে বর্তমানে ৮০০ অধিক ছাত্র/ছাত্রী অধ্যায়নরত।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)