শিক্ষাকে সর্বস্তরে ছড়িয়ে দেবার জন্য বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহের মধ্যে অন্যতম হলো- শতভাগ ছাত্রছাত্রীর মাঝে বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম। নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্তচালু করা হয়েছে উপবৃত্তি ব্যবস্থা। সরকারের এই গৃহীত পদক্ষেপের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা্ উপকরণ সরবরাহ মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান কার্যক্রম বেগমপুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তা ছাড়া প্রাথমিক স্থরে কোন শিক্ষার্থী যেন ঝরে না পড়ে সে লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় রঙিন স্কুলে রুপান্তরিত করা হচ্ছে এবং ছাত্র্র ছাত্রীদের মধ্যে মিড ডে মিল প্রদান করা হচ্ছে। এছাড়া বাল্য বিবাহ রোধে অত্র ইউনিয়নের সকল ছাত্রীদেরকে সবুজ ছাতা প্রদান করা হয়েছে।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)