Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যাংক

বেগমপুর ইউনিয়নের কৃষকদের ঋণ সহায়তা এর পাশাপাশি সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করণের জন্য বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে হিজলগাড়ী কৃষি ব্যাংক সরকার কর্তৃক স্থাপিত হয়েছে। এলাকার সাধারণ মানুষ রাষ্ট্রত্ব্ব ব্যাংক হিসাবে কৃষি ব্যাংকের উপর নির্ভর করে আর্থিক লেনদেন সম্পূর্ণ করে থাকে। ব্যাংকটি জেলা শহর থেকে ১৬ কিমি দুরে অবস্থিত। এই ব্যাংকের আর্থিক সেবা জনগণের কৃষি উন্নয়নকে তরান্বিত করছে। পাশাপাশি সাধারণ মানুষ মুলধন সৃষ্টির লক্ষ্যে এই ব্যাংকে সঞ্চয়ী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া এই ব্যাংক কৃষি ঋণের পাশাপাশি অন্যান্য ব্যাংকের ন্যায় সকল আর্থিক স্কীমসহ স্বাভাবিক লেনদেন পরিচালনা করে এলাকার অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপুর্ণ ভুমিকা রেখে চলেছে। হিজলগাড়ী কৃষি ব্যাংক এই ইউনিয়নে একমাত্র সরকারী ব্যাংক হওয়ায় সাধারণ জনগণ এই ব্যাংকের উপরে চরম ভাবে নির্ভরশীল। ব্যাংকটি সরকার কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মধ্যে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রতিবন্ধি ভাতা ও মাতৃত্বকালীন ভাতা এর কার্যক্রম পরিচালনা করে দৃষ্টান্ত উপস্থাপন করেছে। সরকার কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উপকার ভোগীদের সুবিধার্থে হিজলগাড়ী কৃষি ব্যাংক সর্বদা সচেষ্ট থাকে। তাই এই ব্যাংকটি ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য এলাকার মানুষের আস্তার প্রতীক হিসাবে বিবেচিত হচ্ছে।