Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

টিআর


অদ্যকার সভায় অত্র ইউপির চেয়ারম্যান জনাব মোঃ আলী হোসেন এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই বিগত অধিবেশনের কার্যবিবরণী পঠিত হয় এবং তা কোনরূপ পরিবর্তন বা পরিবর্ধন ব্যতিরেকে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভার প্রারম্ভে সভাপতি সাহেব সভাকে অবহিত করেন যে, ২০২৩-২০২৪ ইং অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) ১ম পর্যায়ে বরাদ্দ বাবদ একটি পত্র প্রেরিত হয়েছে যাহার স্মারক নং ৫১.০১.০০০০.০১২.১৪.০০৩.২০২৩/২৩৬ তাং-১৬/০৮/২০২৩ উক্ত পত্র দ্বারা অত্র ইউপির অনুকুলে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচীর আওতায় নগদ অর্থ-৬,০০,০০০/- টাকা বরাদ্দ প্রদান করিয়াছে। এখন আলোচনান্তে সর্বসম্মতিক্রমে প্রেরিত পত্রের নির্দেশনা মোতাবেক প্রকল্প গ্রহণ করা যেতে পারে। সভাপতি সাহেবের উপরোক্ত মন্তব্যের প্রেক্ষিতে উপস্থিত সভ্যগণের মধ্যে এক দীর্ঘ আলোচনা হয় এবং আলোচনান্তে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নি¤েœর প্রকল্প সমূহ বাস্তবায়ন করার জন্য গৃহীত হয়।
টিআর-২০২৩-২০২৪ ১ম কিস্তি

ক্রমিক নং প্রকল্পের নাম বরাদ্দ
০১ হিজলগাড়ী বহুমুখী কওমী মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উত্তর সাইডের পাকা প্রাচীর নির্মাণ ১,৫০,০০০/- টাকা
০২। আকন্দবাড়িয়া জামে মসজিদের ওজু খানা নির্মাণ ১,৫০,০০০/- টাকা
০৩। নেহালপুরপুর বানাত আলী খার পুকুরের হেরিং বোন্ড এর মুখ হতে কুন্দিপুর পাকা রাস্তা পর্যন্ত রাস্তা সংস্কার ৩,০০,০০০/- টাকা


অদ্যকার সভায় আর কোন আলোচনা না থাকায় সভাপতি সাহেব সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


(মোঃ আলী হোসেন)
চেয়ারম্যান
৫নং বেগমপুর ইউনিয়ন পরিষদ
চুয়াডাঙ্গা সদর, চুয়াডাঙ্গা