Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইক্ষু গবেষনা কেন্দ্র
বিস্তারিত

ইতিহাস

ভারতের কোয়েম্বাটরে ১৯১২ সালে ‘ইক্ষু প্রজনন কেন্দ্র’ স্থাপনের মাধ্যমেই শুরু হয়েছিল এ উপমহাদেশে প্রথম ইক্ষু গবেষণা কার্যক্রম আর বাংলাদেশে তা শুরু হয়েছিল ১৯৩৩ সালে। বিএসআরআই এর সেই ক্রম-বিবর্তনের ইতিহাস এখানে সংক্ষেপে উল্লেখ করা হলঃ

ইক্ষুচারা পরীক্ষাগার (১৯৩৩-১৯৪৭)। কোয়েম্বাটর এর ইক্ষু প্রজনন কেন্দ্র থেকে ইক্ষুর প্রকৃত বীজ (fuzz) সংগ্রহ করে এ এলাকার উপযোগী উন্নত জাত বাছাই করার জন্য ১৯৩৩ সালে ঢাকার মনিপুরী ফার্মে Seedling Testing Laboratory বা ইক্ষুচারা পরীক্ষাগার স্থাপিত হয়।   তদানীন্তন বৃটিশ সরকারের Royal Imperial Council of Agriculture এর অর্থানুকূল্যে এ পরীক্ষারগারটি পরিচালিত হতো এবং ১৯৪৭ সাল পর্যন্ত তা কার্যকর ছিল। এ পরীক্ষাগার থেকে বাছাইকৃত কিছু কিছু ইক্ষুজাত যেমন Co ৪১৯, Co ৫২৭ প্রভৃতি আজও বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাষাবাদ হচ্ছে।